ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কুমিল্লায় বেড়েছে শিশু হত্যা

প্রকাশিত : ১২:০০, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৩৯, ৪ মার্চ ২০১৬

কুমিল্লায়ও আশংকাজনক হারে বেড়ে গেছে শিশু হত্যা। সাম্প্রতিক ৩দিনে ৪ শিশু হত্যার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে কুমিল্লাবাসী। পারিবারিক বিরোধ, দাম্পত্য কলহ, বিবাহবর্হিভূত সম্পর্কসহ আর নানা তুচ্ছ কারণে ঝরে পড়ছে কোমলমতি শিশুর প্রাণ, ঘটছে শিশু হত্যার মত ঘৃন্য ঘটনা। হত্যা গুলো পরিবার কেন্দ্রিক হওয়ায় শিশুহত্যা বন্ধে যেনো বেগ পেতে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীকে, বিচার কাজও হচ্ছে বিলম্বিত। । ২৭ ফেব্র“য়ারি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ ঢুলিপাড়ায় পারিবারিক কলহের জেরে সৎ ভাইয়ের হাতে নিহত হয় দুই শিশু। পরদিন ২৮ ফেব্র“য়ারী লাকসামে নিখোঁজের ১৪ ঘন্টা পর ডোবা থেকে মোহাম্মদ হোসেন নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়। সবশেষ ১লা মার্চ জেলার মনোহরগঞ্জে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয় রিয়াদ হোসেন নামে এক শিশুর মৃতদেহ। শিশু হত্যার এসব নারকীয় কান্ডে শিউরে উঠতে হয়। এদিকে সাম্প্রতিক সময়ে পর পর ঘটে যাওয়া তিনটি হত্যাকান্ডের ঘটনায় দায়ীদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু এসব ঘটনার জন্যে আইন শৃংখলার অবনতি নয়-পারিবারিক পুঞ্জিভূত ক্ষোভকে ই দায়ী করছে আইনশৃঙ্খলা বাহিনী। শিশু হত্যা কোমলমতি শিশুদের মনে দীর্ঘমেয়াদি নেতি বাচক প্রভাব ফেলতে পারে বলে আশংকা সচেতন মহলের। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মাধ্যমে শিশুদের প্রতি অপরাধ কমাতে সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এখন আর কোনো পথ খোলা নেই।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি