ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ১৯:১৭, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৭, ৯ নভেম্বর ২০১৬

সব জরিপ আর বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী উল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট তিনি। জয়ের পর নিউইয়র্কে তাৎক্ষণিক ভাষণে ট্রাম্প বলেন, এখন সময় যুক্তরাষ্ট্রের। বিভক্তির ক্ষত সারিয়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মোট ভোটের ৪৮ দশমিক দুই শতাংশ পেয়েছেন ট্রাম্প। আর হিলারি পেয়েছেন ৪৭ দশমিক দুই শতাংশ। পুরো বিশ্বকে অবাক করে বিজয়ীর মঞ্চে ডোনাল্ড ট্রাম্প। সব জরিপ আর গণমাধ্যমের পূর্বাভাস পাল্টে দিয়ে শেষ পর্যন্ত হোয়াইট হাউসের পথে ধনকুবের এই ব্যবসায়ী। বিভেদ সৃষ্টির জন্য কঠোরভাবে সমালোচিত হলেও, নিউইয়র্কে বিজয়ী সমাবেশে ভিন্ন এক ট্রাম্পকে দেখল বিশ্ব। বললেন, যুক্তরাষ্ট্রের সব মানুষের প্রেসিডেন্ট হতে চান তিনি। আর বিশ্বমঞ্চেও সবার ওপরে রাখতে চান যুক্তরাষ্ট্রকে। ধন্যবাদ জানাতে ভোলেননি প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে। ট্রাম্প বলেন, পরাজিত হলেও তাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন হিলারি। রাজনীতিতে নবীণ হলেও দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন হিলারির সঙ্গে প্রেসিডেন্ট পদে তার লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনাসহ ব্যাটেলগ্রাউন্ড খ্যাত রাজ্যগুলোতে বাজিমাত করেছেন ট্রাম্প। ট্রাম্প ম্যাজিকে লন্ডভন্ড হয়ে গেছে অনেক রাজ্যে ডেমোক্র্যাটদের দীর্ঘদিনের সাজানো সংসার। এছাড়া, অভিবাসীদের ভোট ব্যাপকহারে হিলারির পক্ষে যাবে, এমন ধরাণা করা হলেও, সেই ঐক্যে ফাটল ধরাতে পেরেছেন ট্রাম্প। সর্বোপরি, কম শিক্ষিত মানুষের একচেটিয়া ভোট পেয়েছেন তিনি  যা ট্রাম্পকে এনে দিয়েছে কাঙ্খিত জয়। ট্রাম্পের জয়ের মধ্য দিয়ে হোয়াইট হাউসে ডেমোক্র্যাটদের ৮ বছরের রাজত্বের অবসান হচ্ছে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি