ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

পাস্তু‌রিত দুধ সরাতে বিএসটিআই’র নোটিশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিজ দা‌য়ি‌ত্বে পাস্তু‌রিত দুধ সরা‌নোর জন্য নোটিশ দিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। না হ‌লে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।  

পাস্তুরিত দুধ বন্ধের কারণে মাঠপর্যায়ের উৎপাদনকারী যেন ক্ষতিগ্রস্থ না হয়, সে দিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া, এই সুযোগে বিদেশি গুঁড়াদুধ যেন বাজার দখল না করে সে দিকে লক্ষ রাখতে হবে বলে উল্লেখ করেছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় ১৪টি প্রতিষ্ঠানের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এই পাঁচ সপ্তাহের মধ্যে দুধের গুণগত মান নির্ণয় ও দুধের মান উন্নয়নের জন্য বিএসটিআইয়ের নেয়া পদক্ষেপসমূহ এবং অগ্রগতি সম্পর্কে আদালতকে অবগত করতে নির্দেশ দেয়া হয়েছে।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি