ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারকাজ ৬ বন্ধ

প্রকাশিত : ১৫:৫৯, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৯, ৩ ডিসেম্বর ২০১৬

বিচারক না থাকায় রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারকাজ ৬ মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন প্রায় ৬ হাজার মামলার বিচারপ্রার্থী। জরুরি ভিত্তিতে বিচারক নিয়োগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও কোনো কাজ হয়নি বলে জানান আইনজীবীরা। ৬ মাস ধরে বিচারক নেই। জমছে মামলার স্তুপ। বহু বছর ধরে বিচারই শুরু হয়নি এমন মামলার সংখ্যা কয়েকশ’। বিচারাধীন ৬ হাজার মামলার কার্যক্রম পুরোপুরি বন্ধ। ফলে দিনের পর দিন আদালতে এসে ঘুরতে হচ্ছে বিচারপ্রার্থীদের। আইনজীবীরা জানান, চলতি বছর জুনের শুরুতে তৎকালীন বিচারক অবসরে যাওয়ার পর থেকে এ আদালত খালি। জরুরি প্রয়োজনে জেলা ও দায়রা জজ ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে নিজের আদালতের মামলার চাপে দু’টি আদালতের দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। দীর্ঘদিন বিচারক না থাকায় মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন আইনজীবীরা। জরুরি ভিত্তিতে বিচারক নিয়োগ দেয়ার দাবি তাদের। নারী নির্যাতন প্রতিরোধে আদালতে জমে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিচারক নিয়োগের দাবি আইনজীবী ও বিচারপ্রার্থীদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি