ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

‘একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৬:০১, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নাগরিক তালিকা থেকে বাদ পড়া ১৪-১৫ লাখ বাসিন্দাকে ফিরিয়ে নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হবে বলে আসামের অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সোমবার নিউজ১৮'কে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি। 

এসময় আসামের নাগরিক তালিকাকে (এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যা দিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওই এনআরসির সঙ্গে বাংলাদেশের দূরতম কোনও সম্পর্ক নেই।

আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতের ওই সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানালে, আমরা জবাব দেব। তবে ব্যক্তিগতভাবে আমি বলব, ১৯৭১ সালের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি।’

এর আগে গত শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করে আসাম সরকার। যে তালিকায় তিন কোটি ১১ লাখ লোকের ঠাঁই হলেও বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। যাদেরকে ‘বাংলাদেশ থেকে ভারতে স্থায়ী হওয়া অবৈধ অভিবাসী’ বলেই দাবি করে আসছে ভারত। সূত্র- নিউজ১৮।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি