ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দেশের একজন মানুষও গৃহহারা থাকবে না: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ১১:৪৪, ১৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের একজন মানুষও গৃহহারা থাকবে না।’

তিনি আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়কেন্দ্র উদ্বোধন কালে এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার দুর্যোগ প্রশমনে কাজ করে যাচ্ছে। দিন দিন দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা বেড়েছে। আমরা মানুষকে সচেতন করতে পেরেছি।’

উল্লেখ্য, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূটির বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে তৈরি গৃহহীন মানুষের জন্য ১১ হাজার ২৭৩টি দুর্যোগ সহনীয় ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি