ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

শুভ বড়দিন আজ

প্রকাশিত : ১২:৫৩, ২৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫৩, ২৫ ডিসেম্বর ২০১৬

শুভ বড়দিন আজ, যিশু খ্রিস্টের জন্মদিন। নানা আয়োজনে দিনটি উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। মহান সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথ দেখাতে এইদিনে পৃথিবীতে এসেছিলেন ঈশ্বরপুত্র যীশু। প্রায় ২ হাজার বছর আগে জেরুজালেমের বেথলেহেম শহরে কুমারী মা মেরীর গর্ভে জন্ম নেন তিনি। পাপের আঁধার দূর করে মঙ্গলবার্তা ছড়িয়ে দিতে বেথলেহেম শহরে এক গোয়ালঘরে কুমারী  মা মেরীর কোল আলো করে পৃথিবীতে আসেন যীশু খ্রিস্ট। যীশুর জন্মের সঙ্গে সঙ্গে চারদিক আলোকিত হয় পূণ্য আলোতে। আকাশের বুকে ফুটে উঠে এক বিশেষ তারা। সবাই বুঝতে পারে, পৃথিবীতে সেই মহান রাজার জন্ম হয়েছে, ঈশ্বর যাকে পাঠিয়েছেন মানবমুক্তির জন্য। ধীরে ধীরে বড় হতে থাকেন যিশু। মানুষকে শোনান মুক্তির বাণী। বলেন, ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয় সবকিছু। যীশু সুস্থ করে তোলেন অসুস্থ মানুষকে। অন্ধকে দেন চোখের আলো। এমনিভাবে মানুষের মাঝে মুক্তির আলো ছড়িয়ে দেন যীশু খ্রিস্ট। তৎকালীন ধর্মীয় ও সমাজ নেতাদের চক্ষুশূল হয়ে উঠেন যীশু। নিজেদের অস্বিত্ব টিকিয়ে রাখতে বন্দী করা হয় তাকে। এরপর ক্রুশবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করা হয় যীশুকে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি