ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

গুলশান এবং কিশোরগঞ্জে জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা

প্রকাশিত : ১৮:০০, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০০, ২৮ ডিসেম্বর ২০১৬

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় মারা যান দুই পুলিশ কর্মকর্তা। এছাড়া, শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহত হন দুই পুলিশ সদস্য। নিহত ৪ পুলিশ সদস্যের পরিবারকে মোট ৫০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। পরে, পুলিশ সদস্যদের পরিবারকে সান্তনা দিয়ে ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নবনিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মিসেস সিডসেল ব্লেকেন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে নরওয়ের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি