ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কূটনীতিকদের বিষয়ে সতর্ক থাকতে ইসিকে আওয়ামী লীগের অনুরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ৩০ জানুয়ারি ২০২০

নির্বাচন কমিশনে এইচ টি ইমামসহ আওয়ামী লীগ নেতারা- সংগৃহীত

নির্বাচন কমিশনে এইচ টি ইমামসহ আওয়ামী লীগ নেতারা- সংগৃহীত

Ekushey Television Ltd.

আগামী শনিবার অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে পর্যবেক্ষণে থাকা বিভিন্ন দেশের কূটনীতিকদের বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন’র (ইসি) সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম সাংবাদিকদের এ কথা বলেন।

এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে এইচ টি ইমাম বলেন, ‘তাঁরা বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে ইসির সঙ্গে কথা বলেছেন। তাঁরা বলেছেন, পর্যবেক্ষকেরা যেন নিয়মনীতি, বিধিনিষেধে মেনে চলেন। অনেকে সময় অনেক কথা বলেন, যাতে মনে হয় এটি দেশের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ।’

এইচ টি ইমাম বলেন, ‘বিদেশি কূটনীতিকদের ব্যাপারে যে নিয়মনীতি, সেটি তাঁদের এদেশীয় কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। রাষ্ট্রদূতদের অনেক সম্মান করা হয়। কিন্তু এর সুযোগ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি যেন কেউ না করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। তাঁরা চান নির্বাচন যাতে সুষ্ঠু হয়। সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই আছে।’

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি