ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

নির্ধারিত সময়ে ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত : ১২:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

নির্ধারিত সময়ে ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং ইন্সটিটিউট ভবনের একটি অংশে জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও শিক্ষা উপকরণ। এদিকে, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ক্যাম্পাসের নির্মাণ কাজ শেষ হতে দেরি হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। শহরের লাহেনী এলাকায় ২০১৩ সালে ২০ একর জায়গার ওপর ২৭৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। ২০১৬ সালের জুনের মধ্যে নতুন স্থায়ী ক্যাম্পাসে কলেজের কার্যক্রম শুরু হওয়ার থাকলেও এখনও বাকি ২৫ শতাংশ কাজ। শহরের মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং ইনস্টিটিউট ভবনে কোন রকমে চলছে শিক্ষা কার্যক্রম। কোনো ধরনের সুযোগ-সুবিধা ছাড়াই ৫টি ব্যাচের আড়াইশ’ শিক্ষার্থী এখানে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কয়েকটি সরকারি ভবনকে করা হয়েছে আবাসিক হল। তারপরও গাদাগাদি করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। সীমানা প্রাচীর বা প্রহরী না থাকায় ঢুকে পড়ে বাইরের লোকজন। ২০০৮ সালের প্রাক্কলিত বাজেটে নির্মাণ কাজ শুরু হওয়ায় বেড়ে যায় ব্যয়। দফায় দফায় বাজেট সংশোধন করা হলেও নির্মাণ শেষ করতে আরো দুই বছর লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১১ সালে চালু হওয়া মেডিকেল কলেজটির নিজস্ব ভবন নির্মাণে দেরি হওয়ায় হতাশ শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি