ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অধ্যাপক মুনতাসীর মামুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৪১, ৪ মে ২০২০ | আপডেট: ০০:৪৪, ৪ মে ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।  

রোববার (৩ মে) সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পারসন ডা. মাহবুবুর রহমান বলেন, ‘ইতোমধ্যে তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তার জ্বর ও শ্বাসকষ্ট আছে। এজন্য তিনি ভর্তি হয়েছেন। আগামীকাল আবারও তার পরীক্ষা করা হবে।’

ডা. মাহবুবুর রহমান বলেন, ‘তিনি কিন্তু করোনা আক্রান্ত নন। সাসপেক্টেড করোনা। তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধ্যাপক মুনতাসীর মামুনের মেয়ে রয়া মুনতাসীর সাংবাদিকদের বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। আরও ১০ দিন আগে বাবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। আজ করোনাভাইরাসের উপসর্গ স্পষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি করিয়েছি আমরা। কাল সকালে সর্বশেষ টেস্টের চূড়ান্ত রিপোর্ট হাতে পাব।’

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি