ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

এবারও ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ৪ মে ২০২০ | আপডেট: ১৩:৫৩, ৪ মে ২০২০

গত বারের মতো এবারও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। খাদ্যপণ্যের বাজারমূল্য হিসাব করে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান সভার পর ফিতরার হার ঘোষণা করেন।

তিনি বলেন, ‘এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’ 

গত বছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকাই ছিল। তবে সর্বোচ্চ ফিতরা ছিল ১ হাজার ৯৮০ টাকা ছিল।

উল্লেখ্য, এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি