ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

ঢাকায় ৯ ডিসেম্বর সমাবেশ করবে মহানগর দক্ষিণ আ.লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামী ৯ ডিসেম্বর রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিন বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি থাকবেন।

মঙ্গলবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটানো হবে।

প্রসঙ্গত, ১০টি বিভাগে চলমান গণসমাবেশের শেষদিনে আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে লিখিতভাবে দলটির নেতারা অনুমতিও চেয়েছেন। ডিএমপি থেকে গণসমাবেশের বিকল্প স্থান প্রস্তাব করা হয়েছে। এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশের ঘোষণা এলো।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি