ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

বিএনপি-জামাতের নৈরাজ্য মোকাবিলায় যুবলীগের প্রস্তুতি সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ৯ জানুয়ারি ২০২৩

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডব মোকাবিলায় করণীয় শীর্ষক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় খামারবাড়ি মিল্কি অডিটোরিয়ামে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে এ সভা হয়। 

অনুষ্ঠানে প্রধান বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন- যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামাত সব সময় দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা কখনও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকবেন।

তিনি আরও বলেন, আগামী ১১ জানুয়ারি বিএনপি-জামাত কর্মসূচি ঘোষণা করেছে। তারা যদি কর্মসূচির নামে স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করতে চায় তাহলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী বিএনপি-জামাতের দেশবিরোধী সকল কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত। 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সেই লক্ষ্যে কাজ করবে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

সভা শেষে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত ২৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে দুইশো মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় আরও বক্তব্য রাখেন- যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কার্যনির্বাহী সদস্য তারিখ আল মামুন। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, সাব্বির আলম লিটু, জলিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভিরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহমেদ, সিদ্দিক বিশ্বাস, শিবলী সাদিক, মামুন সরকার, শাহাদাৎ হোসেন সেলিম, দপ্তর সম্পাদক এইচ এম কামরুজ্জামান কামরুল সহ ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি