ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

জঙ্গিবাদী অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ২১ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাসী নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই চেতনাবিরোধী সাম্প্রদায়িক, জঙ্গিবাদী অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি। এদিকে পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী জামায়াত-বিএনপির রাজনীতিকে রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

সকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দেেদর নিয়ে শহীদ দিবসের প্রভাত ফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, "বিএনপিই নিজেরাই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে।"

ওবায়দুল কাদের আরও বলেন, "আজকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এই অপশক্তি, অগ্নি সন্ত্রাসীদের রুখতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে হবে।"

এদিকে প্রভাত ফেরি শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভাষা-কৃষ্টি-সংস্কৃতির ওপর যারা আঘাত করেছিল, তাদের ভাবধারা ধারণকারীরা স্বাধীনতার ৫১ বছর পরও বাংলাদেশে রাজনীতি করছে। সাম্প্রদায়িক, জঙ্গিবাদী অপশক্তির পৃষ্ঠপোষকদের রুখে দেয়ারও কথা বলেন আওয়ামী নেতারা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি