জাতীয় ঐক্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম
প্রকাশিত : ১৪:৫৮, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:০০, ১৭ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষর জাতীয় ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের নামে জাতীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’
নাহিদ ইসলাম আরও বলেন,‘কিছু মানুষ জাতীয় ঐক্য বলতে শুধু রাজনীতির দলের ঐক্য বোঝে। কিন্তু রাজনৈতিক ঐক্য হলো সকল শ্রেণিপেশা মানুষের মধ্যে ঐক্য। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাবে, এটা কোনো জাতীয় ঐক্য নয়।’
তিনি আরও বলেন, 'গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো কমিশন হয়েছে। শ্রম কমিশন হয়েছে। কিন্তু এই কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। মানুষের জীবনের সঙ্গে যে যে জনসেবামূলক প্রতিষ্ঠান জড়িত, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত, তার সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই। শুধু নির্বাচনকেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানে গণতন্ত্র নিয়ে আমরা তাদের ভালো কোনো ইনটেনশন দেখতে পাইনি।'
বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্যসচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম।
এমআর//
আরও পড়ুন