ঢাকা, বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫

ইসি কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ১৯ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসনের পরিবর্তে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিযুক্ত করার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান । তিনি বলেন, কমিশনের সব ধরনের আচরণবিধি মেনেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। 

ইসির উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের ডেডিক্যাটেড লোকেরা হবে। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।’

আব্দুল মঈন খান আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারটি বোতাম আছে। একটি হচ্ছে ডিসি, একটি হচ্ছে এসপি, একটি হচ্ছে ইউএনও আরেকটি হচ্ছে ওসি। এ চারটি বোতাম টিপা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এরপর ৩০০ আসনে নির্বাচনের ফলাফল বের হয়ে আসে। এ পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে।

ইসিকে শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা ইসিকে সব সহায়তা করবেন। কিন্তু ইসিকে শক্ত থাকতে হবে। সরকারের কাছে ইসি নতজানু থাকলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সঙ্গে চলমান সংলাপের এটিই শেষ পর্ব ছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি