ঢাকা, বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫

ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিস্টদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৪, ১৯ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সারা দেশের ন্যায় ফরিদপুরেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসিদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তরুণ পেশাজীবীদের সম্মিলিত ব্যানারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তারা,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সারাদেশের হাসপাতাল সমূহে কর্মরত স্বাস্থ্য সেবার সাথে জড়িত রোগ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিস্টদের পদমর্যাদা ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নত করনের দাবি জানান।

বক্তারা আরো বলেন, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা শর্তেও তিন দশকেও তাদের এই বৈষম্য দুর করা হয়নি।

স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে দাবি আদায়ের লক্ষ্যে আগামী তে কর্মবিরতির মত কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি