ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মা-মেয়ের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মা ও তার তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার মহাখালীস্থ আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা যায় তার কন্যা প্রতিভা।

তারা হলেন- বাঘুটিয়া গ্রামের সমির মণ্ডলের স্ত্রী জয়ন্তী মণ্ডল (৩৩) এবং তার কন্যা প্রতিভা মণ্ডল (৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুপ্লব রায়।

মৃতদের আত্মীয় বিপুল মণ্ডল জানান, জয়ন্তী মণ্ডল ও তার স্বামী সমির মণ্ডল দুই সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। গত সপ্তাহে জয়ন্তী ও তার মেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে মহাখালীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তাদের ডেঙ্গু শনাক্ত হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় পরপর দুই দিনেই মৃত্যু হয় মা ও মেয়ের।

বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, আমার ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সুকুমার মন্ডলের পুত্রবধূ ও নাতনি ডেঙ্গুতে মারা গেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। পুরো গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। বিশেষ করে যেসব এলাকায় আক্রান্তের হার বেশি, সেখানে মশা নিধন এবং পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি