ঢাকা, শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গুলশানের দোয়া মাহফিলে তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ২ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর গুলশানে আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন তার জ্যেষ্ঠ পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এর আগে দুপুর থেকেই দোয়া মাহফিলে অংশ নিতে গুলশান আজাদ মসজিদ ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী জড়ো হন।

এ ছাড়া দল-মত-নির্বিশেষে বিপুলসংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফিরাত কামনায় এই দোয়ায় শরিক হন। 

এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে এবং তার স্মরণে শুক্রবার দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।  

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি