ঢাকা, শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬

ফরিদপুরে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘জেলাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

পরে দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, ওসমান হাদি তার জীবদ্দশায় দেশের বিচারব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। আজও হাদি হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করতে না পারায় আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেন।

সরকারের বেঁধে দেওয়া আগামী ৯০ দিনের সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি