ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

খালেদা জিয়া মিথ্যাচারের মাধ্যমে ব্ল্যাকমেইল করছেন: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:১১, ৩ জানুয়ারি ২০১৮

বিএনপি নেত্রী খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে ব্ল্যাকমেইল করছেন বলে মন্তব্য বরেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরতিনি বলেন, আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে নানির্বাচন কমিশনের অধীনে হবেওই নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে খালেদা জিয়া জনগণকে মিথ্যাচারের মাধ্যমে ব্লাকমেইল করছেন

বুধবার দুপুরে ফেনির রামগড়ে নির্মিতব্য বাংলাদেশ-ভারত মৈত্রি সেতু-১ নিয়ে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাতিকে ব্ল্যাকমেইল করছে, বিভ্রান্ত করছে এই বলে যে, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, নির্বাচন কমিশনের অধীনে। যে কমিশনের অধীনে কুমিল্লায় বিএনপি জিতেছে, যে কমিশনের অধীনে আমরা রংপুরে জিততে পারিনি।

তিনি বলেন, ফেনী নদীর উপর রামগড়-সাবব্রুম হয়ে নির্মাণ হতে যাওয়া বাংলাদেশ-ভারত মৈত্রি সেতুর কিছুটা জটিলতা আছে। জটিলতা কাটিয়ে জানুয়ারির মধ্যে সমাধান করে ফেব্রুয়ারির শুরুর দিকে সেতুর কাজ পুরোদমে শুরু হবে।

এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, গত ১০ বছরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক এগিয়েছে। এই সেতু দুই দেশের জন্যই জরুরী। সেতুটি নির্মাণ হলে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক এগিয়ে নিয়ে যাবে। সেতুটি দক্ষিণ ত্রিপুরা ও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর মধ্যে সরাসরি সংযোগ সড়কের ব্যবস্থা করবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন মিয়া, রামগড় পৌর মেয়র মো. শাহাজাহান রিপন প্রমুখ।

উল্লেখ্য, সেতুটির দৈর্ঘ্য হবে ১৫০ মিটার। ২০১৯ সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে। এর আগে গত বছরের ৬ জুন ঢাকা সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর ওপর রামগড়-সাবরুম মৈত্রি সেতুর ভিত্তি প্রস্তর উন্মোচন করেন।

আর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি