ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

রাজশাহী সিলেট ও বরিশালে বইছে নির্বাচনী হাওয়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ৫ জুন ২০১৮ | আপডেট: ১৪:৩৪, ৫ জুন ২০১৮

ভোটের দিন-ক্ষণ নির্ধারণের পর রাজশাহী, সিলেট ও বরিশালে বইছে নির্বাচনী হাওয়া। তিন নগরী ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও লিফলেটে। নির্বাচনী মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা। তবে, ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে অনেকটা নিশ্চুপ বিএনপি।

সিটি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পর পাল্টে গেছে রাজশাহী নগরীর দৃশ্যপট। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামানের ঈদ শুভেচ্ছা আর ভোট চেয়ে চলছে সভা সমাবেশ। পোষ্টারে ছেয়ে গেছে নগরী। রাজশাহী বদলে দেয়ার প্রতিশ্র“তি দিয়ে বিতরণ করা হচ্ছে লিফলেট।

রমজানের শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করে, সুষ্ঠু পরিবেশ না পেলে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে সংশয়ের কথা জানিয়েছে বিএনপি। এছাড়া, কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নেতারা। 

তবে, বিএনপির ব্যানার-পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।

মাঠে নেমেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরাও। মনোনয়ন প্রত্যাশী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিউর রহমান দোলনের পক্ষে চলছে প্রচারণা।

সিলেট সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন- যাকেই দলের মনোনয়ন দেয়া হবে, তার পক্ষে কাজ করবেন তারা।

আর গাজীপুরের নির্বাচন দেখে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা।

এদিকে, বরিশালে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বেশ কয়েকজন। তবে, দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানিয়েছেন তারা।

প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতা।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বরিশাল, রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি