ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

‘ঐক্যফ্রন্ট জোটের নির্বাচনী প্রতীক ধানের শীষ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১৬, ১৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে লড়বে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বেলা দেড়টায় বৈঠক শেষে হয়। এর পর এক সংবাদ সস্মেলনে তিনি মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, আসন্ন নির্বাচনে ‘ঐক্যফ্রন্ট জোটের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’।  এই প্রতীকে জোটের নেতারা নির্বাচন করবেন।

সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি বলেন, সরকারের উসকানির কারণে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে। এছাড়া গতকাল এইচ টি ইমাম এক ঘণ্টার জন্যও নির্বাচন পেছানো যাবে না এমন মন্তব্য নির্বাচন কমিশনের ওপর এক রকম হুমকি স্বরূপ। সরকারের এমন অবস্থায় স্থায়ী থাকলে আসন্ন নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার চাচ্ছে ঐক্যফ্রন্ট যাতে নির্বাচনে না আসে। তবে যত বাধা বিপত্তিই হোক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে। এসময় তিনি নির্বাচন পেছানোর দাবি জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো হলো বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি