ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

তাদেরকে জেলে ভরে রাখা উচিৎ: জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ১৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৫৮, ১৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ওই দলের নেতাকর্মীদের জেলে ভরে রাখা উচিত।

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সামাজিকমাধ্যম ফেসবুকে সেই খবর শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের মধ্যেই বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এক ঘণ্টার বেশি সময় ধরে ওই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। অন্যদিকে বিএনপি কর্মীরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে এবং পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়।

 

 

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি