ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ওয়ান-ইলেভেনের সময় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিনি জাপা চেয়ারম্যানের প্রতিরক্ষা উপদেষ্টারও দায়িত্ব পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক মাসুদ চৌধুরীকে দলের প্রেসিডিয়াম সদস্য মনোনীত করেছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে নির্বাচন করতে চান সাবেক এই সেনা কর্মকর্তা।

গত শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনেন মাসুদ। এরপর গত বুধবার জাপার মনোনয়নও কেনেন তিনি। গতকাল বৃহস্পতিবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গিলে দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার সময় সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। ওই বছরই লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান তিনি।

২০০৮ সালের ২ জুন মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়। ৮ জুন তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

টানা ছয় বছর হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে দেশে ফেরেন। দেশে ফিরে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনের আগ্রহের কথা জানিয়েছিলেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি