ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

রাজনীতিকে দুর্বৃত্তায়নমুক্ত করে জনতার শাসন প্রতিষ্ঠা করবো : সেলিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রতিনিধিদের জন্য নির্বাচনের প্রার্থিতা কোনো ব্যবসা নয়। মনোনয়ন বিকিকিনি করে রাজনীতিকে দুর্বৃত্তায়িত করে ফেলা হয়েছে। আগামী দিনে কমিউনিস্ট পার্টি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতিকে দুর্বৃত্তায়নমুক্ত করে জনতার শাসন প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তরে দলের প্রার্থীদের মনোনয়ন ফরম জমা নেওয়ার সময় তিনি এ সব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি’র হয়ে কাস্তে মার্কার প্রার্থী হিসেবে অনেকেই দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি