ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

লাগাতার সুশাসনের নিয়ম ভিত্তিক অভিযান চালাতে হবে: মেনন

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ক্যাসিনোর অভিযানের সাময়িক চমক সৃষ্টি না করে, লাগাতার সুশাসনের নিয়ম ভিত্তিক অভিযান চালাতে হবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন।

শুক্রবার সকালে আশুলিয়া প্রেসক্লাবের অডিটরিয়ামে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাভার উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

মেনন বলেন, জিয়ার আমল থেকেই বহুদিন ধরে ক্লাবে জুয়া-হাউজি চালু আছে, ক্যাসিনো এসেছে হয়তো ২০১৭-১৮ সালে। পরস্পর দোষারোপ করে লাভ নেই, ব্যবস্থাটা বদলাতে হবে।

সাভার উপজেলার ওয়র্কার্স পার্টির সধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজনের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায়সহ বিভিন্ন নেতা কর্মীরা।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি