ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

জকসু নির্বাচন : ৩২টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে শিবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ৭ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩২ কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এতে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৪৬০ ভোটে এগিয়ে রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ৩২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ৩২ কেন্দ্রের ভোট গণনা শেষে পেয়েছেন তিন হাজার ৪২৩ ভোট। ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৮৮৩ ভোট।

এছাড়া প্রাপ্ত ২৩ কেন্দ্রের ফল অনুযায়ী জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি দুই হাজার ৯৮০টি ভোট পেয়েছে। আর ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন এক হাজার ২৫১ ভোট। খাদিজাতুল কোবরার চেয়ে এক হাজার ৭২৯ ভোট এগিয়ে রয়েছে আব্দুল আলিম।

এছাড়া এজিএস পদেও এগিয়ে রয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ছাত্রশিবির সমর্থিত এ প্যানেলের এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন দুই হাজার ৫১০ ভোট। আর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন এক হাজার ২৪৬ ভোট। তানজিলের চেয়ে ২৬৪ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছে মাসুদ।

এর আগে, ৬ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। নির্ধারিত সময় বিকেল ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ভোট দেয়ার সুযোগ দেয়া হয়। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি