ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শহীদ ডা. মিলনের সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ২৭ নভেম্বর ২০২০ | আপডেট: ১৭:০০, ২৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

আজ শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বৈরশাসকের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। 

সে সময় তাঁর আত্মত্যাগের মধ্যে দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা সংযোজিত হয়েছিল এবং গণ-অভ্যূত্থানের মধ্যে দিয়ে স্বৈরশাসকের পতন ঘটেছিল। 

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে শহীদ ডা. মিলনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় নেতৃবৃন্দ ডা. মিলনের রক্ত, বৃথা যেতে দিব না। 'গণতন্ত্রের শত্রুরা, হুঁশিয়ার সাবধান'। 'রক্তে কেনা গণতন্ত্র, রক্ত দিয়ে
রাখবো' এসব শ্লোগানে মুখরিত করে তোলে চারপাশ। 

এসময় কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি