ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০২৪

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২৭ এপ্রিল ২০২৩

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৬১ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, শুধুমাত্র রাজনৈতিকই নন, শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবে ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছেন তিনি। শেরে বাংলা একে ফজলুল হকের অবদান জাতি চিরদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, শাহ্ জালাল মুকুল, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চনসহ কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি