ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান নাসির উদ্দিনের ১ম মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

প্যাসিফিক জিন্স’র চেয়ারম্যান, খ্যাতনামা শিল্পপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব নাসির উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।

নাসির উদ্দিন ১৯৮৪ সালে মাত্র ২০০ শ্রমিক নিয়ে যাত্রা শুরু করেন তার প্যাসিফিক জিন্স। চট্টগ্রামে তৎকালীন কারখানার নাম ছিল এনজেডএন ফ্যাশন। 

এক দশক পর ১৯৯৪ সালে চট্টগ্রাম ইপিজেডে কারখানাটি প্যাসিফিক জিন্স নামে নতুনভাবে পথচলা শুরু করে। তখন কারখানাটিতে কাজ করতেন দেড় হাজার শ্রমিক। বর্তমানে প্যাসিফিক জিন্স লিমিটেডে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হচ্ছে ৩০ হাজারেরও বেশি মানুষের।

প্রতিষ্ঠানটিকে বর্তমান অবস্থায় নিয়ে আসার মূল কাণ্ডারি ছিলেন নাসির উদ্দিন। বর্তমানে প্যাসিফিক জিন্স’র ব্যবসায় সামলাচ্ছেন তার তিন সন্তান সৈয়দ মোহাম্মদ তানভীর, সৈয়দ মোহাম্মদ তানসীর এবং সৈয়দ মোহাম্মদ তাহমীর।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি