ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪

মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সামাজিক সংগঠন আমরা আমরাই এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ২১:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সবুজবাগ থানাধীন বাসাবো শহীদ আলাউদ্দিন পার্ক মাঠে সামাজিক সংগঠন আমরা আমরাই এর উদ্যোগে মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ও ডিএসসিসি'র ৫নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীম৷ 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চিত্তরঞ্জন দাস বলেন , বাংলাদেশের সর্বকালের সফল ক্রীড়া সংগঠক ঢাকা ৯ আসনের মাটি ও মানুষের নেতা, মাননীয় পরিবেশ মন্ত্রী জননেতা জনাব  সাবের হোসেন চৌধুরীর এলাকায় এই জাতীয় আয়োজন নতুন নয়৷ তিনি সবসময় আমাদের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট খেলায় পৃষ্ঠপোষকতা ও সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন৷ যার ফলশ্রুতিতে অত্র অঞ্চলের অনেক খেলোয়াড় ইতোমধ্যে জাতীয় দল সহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দলগুলোতে খেলার সুযোগ পেয়েছে৷ তিনি বলেন খেলার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য আমরা একটি মাদকমুক্ত সুন্দর পরিবেশ তৈরি করে যেতে চাই এবং একই সাথে নতুন প্রজন্মকে দেশের  সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে এই উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন৷ 

এই টুর্নামেন্টে সবুজবাগ থানার বিভিন্ন ওয়ার্ড থেকে ২৪ টি দল অংশগ্রহণ করবে বলে জানা যায়। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি