ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কক্সবাজার যাচ্ছেন সুইস প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে আজ মঙ্গলবার কক্সবাজারে যাচ্ছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রেসিডেন্ট অ্যালেন বেরসে বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করবেন। এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং তাদের কাছ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী শুনবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুইস প্রেসিডেন্ট চলমান রোহিঙ্গা সংকটে সংহতি প্রকাশের জন্য বাংলাদেশে সরকারি সফর করছেন। তিনি কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন। পরে তিনি কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানা গেছে।

বিকাল সোয়া ৩টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন সুইস প্রেসিডেন্ট।

সূত্র: বাসস

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি