ঢাকা, বুধবার   ২০ আগস্ট ২০২৫

নোকিয়ার স্মার্টফোন বাজারে আসছে আগামী জুন মাসে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৯:০৬, ২৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

আগামী জুন মাস থেকে সারাদেশে প্রথম স্মার্টফোন সিরিজ বাজারে বিক্রি শুরু করবে মোবাইল ফোন উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান নোকিয়া।
রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে নোকিয়া স্মার্টফোন রেঞ্জের ৩ টি ও নোকিয়া ৩৩১০ ফিচার ফোন সেট বিপননের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বৈশ্বিক পরিসরে দৃষ্টিনন্দন ও স্বতন্ত্র নকশায় তৈরি এসব মোবাইল হ্যান্ডসেটগুলো গ্রাহকের হাতে আসছে জুন মাসে পৌছে দেবার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। অনুষ্ঠানে নোকিয়া স্মার্টফোনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির এশিয়ার আঞ্চলিক মহাব্যবস্থাপক সন্দ্বীপ গুপ্তা, এইচএমডি গ্লোবালের যোগাযোগ পরিচালক ফ্ল্যানগুা, পণ্য বিপণন প্রধান হেনরি মাতিল্লা, আরিফ ইফতেখার রাব্বী সহ উর্ধ্বতন কর্মকর্তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি