ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ফেসবুকের নতুন সেবা ‘ওয়াচ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:২৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘ওয়াচ’ নামে নতুন একটি ভিডিও সেবা চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ইউটিউব ও টেলিভিশনের মতো বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ দিতে এই ভিডিও সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

শুরুতে এই ভিডিও সেবা যুক্তরাষ্ট্রের কিছু নির্বাচিত ফেসবুক ব্যবহারকারী ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পরবর্তীতে সেবাটি সকল ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

এই ‘ওয়াচ’ ব্যবহার করে ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন টিভি শো দেখতে পারবেন। ধারণা করা হচ্ছে ইউটিউব এবং টিভি নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দেবে ফেসবুকের নতুন এই সেবাটি।

 

সূত্র: বিবিসি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি