ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি (ভিডিও)

অখিল পোদ্দার

প্রকাশিত : ১১:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। মহান ভাষা শহীদ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তাঁদের সামরিক সচিবরা। অতপর স্পিকার, তিনবাহিনী প্রধান, পুলিশ প্রধানের পাশাপাশি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, ১৪ দল ও অন্যান্য রাজনৈতিক-সামাজিক সংগঠন।

পাকিস্তানী দু:শাসন ও শোষণের শৃঙ্খল ভেঙ্গে বাঙালি জাতিসত্তা বিনির্মাণের প্রথম স্মারক শহীদ মিনার।

বাঙালির অহংকার ও প্রেরণার প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

করোনা সতর্কতায় তাঁদের অনুপস্থিতিতে শ্রদ্ধা জানান সামরিক সচিবগণ।

অতপর স্পিকার, ডেপুটি স্পিকারের পক্ষে শ্রদ্ধা জানানো হয় শহীদ মিনারে। উপস্থিত ছিলেন সেনা, নৌ, বিমানবাহিনী প্রধান। একই সময়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ প্রধান।

শহীদ মিনারে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যগণ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন শীর্ষ নেতৃবৃন্দ।

শ্রদ্ধা জানায় বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নেতারাও।

অ্যাটর্নি জেনারেল, ঢাকার মেয়র, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারবৃন্দ, বিদেশ মিশনের প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সংগঠন।

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাঙালি স্মরণ করেছে ১৯৫২ সালে বাংলা ভাষার দাবিতে আত্মাহুতি দেয়া শহীদদের।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি