ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

২ মার্চ: উড়ল প্রথম পতাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ২ মার্চ ২০২২

জাতীয় পরিষদ অধিবেশন স্থগিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ঘোষণার প্রতিবাদ পরদিনও চলে। 

তারই অংশ হিসেবে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসমাবেশে প্রথম বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করা হয়।

ছাত্র সংগ্রাম পরিষদের নেতা তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস মাখন এবং নূরে আলম সিদ্দিকীকে সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা আ স ম আবদুর রব। সমাবেশের পর শোভাযাত্রা বের করা হয়, যেখানে দেয়া হয় স্বাধীনতার স্লোগান।

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকা পতাকা ওড়ানো হয়।

ওই রাতে বেতারে ঢাকায় সান্ধ্যআইন জারির ঘোষণা এলে ছাত্র-শ্রমিক-জনতা তা ভঙ্গ করে রাস্তায় নেমে আসে। ‘জয় বাংলা’, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার রাজপথ।

ডিআইটি এভিনিউর মোড়, মর্নিং-নিউজ পত্রিকা অফিসের সামনে রাত সাড়ে ৯টায় সেনারা জনতার ওপর গুলি চালায়। গভর্নর হাউজের দিকে এগোতে থাকা জনতার ওপরও গুলি চলে। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় গুলি চালানো হয়।
এএইচএস/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি