ঢাকা, শনিবার   ২২ নভেম্বর ২০২৫

ফরিদপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৪৫, ২২ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের বোয়ালমারীতে আনুমানিক ৩৪ বছরের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা কেউ হত্যা করে লাশটি রাস্তায় ফেলে গেছে। 

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রামচন্দ্রপুর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বোয়ালমারী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিকেলে সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তবে পুলিশের বক্তব্য অনুযায়ী লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। লাশটি সনাক্ত করতে ঘটনাস্থলে জেলা পুলিশের একটি টিম মরদেহের ফিঙ্গার সংগ্রহ করেছেন।  

ঘটনাস্থল ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ জানান, টহলরত অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে কেউ এখানে ফেলে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। 

আগামীকাল রোববার ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি