ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

হাইব্রিডের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর হচ্ছে আ’লীগ (ভিডিও)

মাহমুদ হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ২৭ নভেম্বর ২০২২

আওয়ামী লীগে হাইব্রিড ঢুকেছে। যাদের কারণে ঐতিহ্যবাহী দলটি মাঝেমধ্যেই পড়েছে সমালোচনার মুখে। আসন্ন সম্মেলনে অনুপ্রবেশকারী ঠেকাতে তাই বদ্ধপরিকর মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রাখা দলটি। 

বাইরের শত্রু যতটা বিপদজনক তার চেয়ে অধিক বিপদের কারণ হয় ঘরের শত্রু। 

দীর্ঘ সময় সরকারে থাকা আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে অধিক হারে। তাতে দলের ভেতরে বাইরে প্রায়শই সমালোচনার মুখে পড়ছেন শীর্ষ নেতাদের কেউ কেউ। 

সামনে নির্বাচন, আবার কাউন্সিলের দিনক্ষণও ঘনিয়ে আসছে। যে কারণে আওয়ামী লীগের জন্য আগামীর দিন কিছুটা হলেও হবে বিশেষ চ্যালেঞ্জের।  

আওয়ামী লীগের ঘোর বিরোধিতাকারী বিএনপি-জামায়াত, জাতীয় পার্টিসহ স্বাধীনতারবিরোধীদের বিশাল একটি অংশ এখন দলটির অনুপ্রবেশকারী। যাদের প্রসঙ্গে দলের অভ্যন্তরেও রয়েছে ক্ষোভ, রয়েছে এন্তার অভিযোগ। বিগত দিনেও এমন সব নেতাকর্মীরাই করেছে প্রাসাদ ষড়যন্ত্র। 

বিতর্কিতদের ব্যাপারে তাই জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে আসন্ন কাউন্সিল। 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, “এই যে হাইব্রিড, অনুপ্রবেশকারী এর জন্য দায়ী তৃণমূল থেকে আমরা। দলের অভ্যন্তরে নিজের শক্তি বৃদ্ধি করার জন্য এমপি-চেয়ারম্যানরা এই সব লোকদেরকে দলে ঢুকাচ্ছে।”

অনুপ্রবেশকারীদের অপকর্মের ফলে দলের ভাবমুর্তি আর ক্ষুন্ন হবে না। এমনকি কেন্দ্রিয় কমিটিতেও কঠোরভাবে ঠেকানো হবে হাইব্রিডের অনুপ্রবেশ। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, “নেত্রীর কাছে একটা দলিল আছে, যেটা আমাদেরকে দিয়েছেন। বিভাগওয়ারী সেই তালিকাটা পাওয়ার পরে আমাদের অনেক উপকার হয়েছে। বিশেষত সম্মেলন করতে যাচ্ছি সেখানে যাতে তাদের পদ-পদবি না থাকে সে ব্যাপারে সতর্কতার সঙ্গে দেখভাল করছি।”

নীতি আদর্শের পরিপন্থি এমন নেতাদের জন্যও দলে টিকে থাকা কঠোর হবে, বললেন কেন্দ্রিয় নেতারা। 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর কোনো জায়গা নাই। মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী অপশক্তি, ঘাতক, রাজাকার, দেশবিরোধী, সাম্প্রদায়িক শক্তি অথবা সন্ত্রাসী শক্তির কোনো স্থান বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পর্যায়ে থাকার সুযোগ নাই।”

পর্যায়ক্রমে জেলা উপজেলাতেও অনুপ্রবেশকারী হঠাতে কঠোর হচ্ছে আওয়ামী লীগ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি