ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই: বার্নিকাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

গণতন্ত্র এবং উন্নয়ন একে অপরের পরিপূরক। আর তাই গণতন্ত্রের সুরক্ষায় অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য দেন অ্যামচ্যামের সভাপতি নুরুল ইসলাম, এশিয়া-প্যাসিফিক কাউন্সিল অব আমেরিকান চেম্বার্সের চেয়ারম্যান জ্যাকসন কক্স প্রমুখ।

বার্নিকাট বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আগামী নির্বাচনে সব দলেন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে গণতন্ত্র সঠিক চর্চাও করতে হবে।

যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা বা জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্স (জিএসপি) রে পাওয়া বিষয়ে তিনি বলেন, জিএসপি ফিরে পেতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে শ্রম আইন বাস্তবায়ন না হলে জিএসপি পাওয়া সম্ভব হবে না।

টিআর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি