ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

অক্টোবরে বসছে হাসিনা-মোদী বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, বিদেশ সফরে থাকায় আমন্ত্রণ পেয়েও মোদির পুনরুত্থানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এরপর অনেকবার বৈঠকের কথা শোনা গেলেও, বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। দীর্ঘ সময় পর দুই দেশের প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের পরে এই প্রথম দিল্লিতে শীর্ষ বৈঠক বসতে চলেছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বৈঠকে মিলিত হবেন তারা। এখনও পর্যন্ত স্থির রয়েছে আগামী ৩ অক্টোবর দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ‘ইন্ডিয়ান ইকনমিক সামিট’-এ অংশ নেবেন তিনি। ৫ তারিখ মোদির সঙ্গে বৈঠক শেষ করে ৬ অথবা ৭ তারিখ দেশে ফিরতে পারেন তিনি।

আসন্ন এ বৈঠক দু’দেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসামে এনআরসি নিয়ে উৎকণ্ঠা রয়েছে বাংলাদেশের। এছাড়া, কাশ্মীর সংকট, রোহিঙ্গা সমস্যায় ভারতের সহযোগীতা, জলচুক্তি, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা পাবে বলে মনে করা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আই/  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি