ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

অঙ্কুশের মন ভালো রাখার উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মন ভালো রাখার উপায় জানালেন অভিনেতা অঙ্কুশ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের মন ভালো রাখার উপায় জানালেন তিনি। খেতে খুব ভালোবাসেন নায়ক। আর সেই সূত্রে ভালোবাসেন নতুন নতুন রেসিপি রান্না। মন খারাপের দিনে এটাই তার একমাত্র মেডিসিন।

যেমন এদিন চিকেন গ্রিল, থাই কারি তৈরি করেছেন নায়ক। আর এই রান্নাই তার মন ভালো করে দিয়েছে। তেমনই একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতেই দেখা যাচ্ছে, বেশ মন দিয়েই রান্না করছেন অঙ্কুশ। অবশ্য এ রান্নার স্বাদ কেবল অঙ্কুশই পেয়েছেন। তাই তার মন ভালো হয়েছে। অভিনয়ের পাশাপাশি রান্নাটাও যে নায়ক ভালো করতে পারেন, তা এ ছবিতেই প্রমাণিত।
উল্লেখ্য, টালিউডে প্রথম তৈরি হচ্ছে ‘ডান্স মুভি’। সিনেমার নাম ‘ডি ফোর ডান্স’। এই সিনেমার জন্য নিজেকে তৈরি করছেন নায়ক। নাচের প্রশিক্ষণ নিচ্ছেন জোর কদমে। সিনেমার পরিচালক খ্যাতনামা কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদব। তবে সিনেমার নায়িকাকে কে, সেটা জানতে কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে শোনা যাচ্ছে, এই সিনেমাতে বেশ কিছু নতুন মুখকে দেখা যাবে। যারা অবশ্যই নাচের সঙ্গে যুক্ত।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি