ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:২৫, ৩ মার্চ ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় একটি অনুষ্ঠানে তার ওপর ছুরি হামলা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জানান, আজ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি উৎসব ছিল। সেই উৎসবে অংশ নিয়ে অন্যদের সঙ্গে মুক্তমঞ্চে বসে ছিলেন মুহাম্মদ জাফর ইকবাল। সন্ধ্যার ৬টার দিকে পুরস্কার বিতরণী শুরু হয়। এসময় এক যুবক হঠাৎ পেছন থেকে জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে পুলিশের মাইক্রোবাসে করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, হামলাকারী ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন উপস্থিত শিক্ষার্থীরা। তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনে রাখা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না বহিরাগত সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয়ও জানা যায়নি। এ বিষয়ে জানতে অধ্যাপক জাফর ইকবারের ব্যাক্তিগত সহকারীকে বারবার ফোন করা হলেও নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি