ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

অনিককে মারধরের ঘটনা সত্য নয় : জেলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ১৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার অন্যতম প্রধান আসামি অনিক সরকার ‘কয়েদি ও হাজতিদের তোপের মুখে পড়ে মারধরের শিকার হয়েছেন’ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবর সত্য নয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

রোববার (১৩ অক্টোবর) সকালে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি অনিক সরকাররকে কেউ মারধর করেনি।

মাহবুবুল ইসলাম বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে যে সময়ে আসামি অনিককে মারধরের কথা বলা হয়েছে, ওই সময় সকল হাজতি ও কয়েদি লকড (বন্দি) থাকে। তাই এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশ ও দিল্লির মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

এসব চুক্তির কিছু বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।

এর জের ধরে পরদিন শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে তাকে ডেকে নিয়ে ৬ ঘণ্টা ধরে নির্যাতন চালিয়ে হত্যা করে ক্ষমতাসীন দলের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় নিহত আবরারের বাবা ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।   
আই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি