ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনুষ্কার মুকুটে নতুন পালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:২৩, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

অনুষ্কা শর্মা শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন প্রযোজকও। সঙ্গে রয়েছে তার অরেকটি পিরিচিতি। ভারতীয় ক্রিকেটে তিনি এখন ফার্স্ট লেডি তথা অধিনায়ক বিরাটের স্ত্রী। এরই সঙ্গে আরেক নতুন তাজ আসছে অনুষ্কার জন্য। এবার দাদা সাহেব পুরস্কারে ভূষিত হতে চলেছেন `পরী` অনুষ্কা।

ভারতীয় চলচ্চিত্রে অনুষ্কার অবদানের ভিত্তিতেই দাদাসাহেব ফালকে ফাউন্ডেশন এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সিনেমাকে বিশ্বায়নের পথে নিয়ে যাওয়ার রাস্তায় অভিনেত্রী থেকে প্রযোজক অনুষ্কার অবদানকে এখানে মাথায় রাখা হয়েছে এই সম্মান প্রদানের ক্ষেত্রে। 

বর্তমানে নয়াদিল্লিতে `সুইধাগা` ছবির শ্যুটিং এ ব্যস্ত রয়েছেন অনুষ্কা। এদিকে আর কিছুদিনের মধ্যেই অনুষ্কা নিজের ব্যানারে অর্থাৎ `ক্লিন স্লেট ফিল্মস`-এর আওতায় ৩ টি নতুন ছবির প্রযোজনা করতে চলেছেন। যেখানে নতুন ট্যালেন্টদের সুযোগ দেওয়ার কথা ভাবছেন অনুষ্কা। এদিকে, অনুষ্কার ছবি `পরী`র তামিল রিমেক নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।    

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি