ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

অন্তবর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা বর্ধিতকরণ করে সুপ্রিমকোর্টের বিজ্ঞপ্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ২৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

জামিন ও সকল প্রকার অন্তবর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা বর্ধিতকরণ করে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। 

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে,  যে সকল মামলায় আসামিকে নির্দিষ্ট সময়ের জন্য জামিন দেয়া হয়েছে বা যে সকল মামলায় উচ্চ আদালত হতে অধঃস্তন আদালতে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ দেয়া হয়েছে এসব আদেশের কার্যকারিতা বর্ধিত করা হয়েছে। 

এ সংক্রান্ত বিস্তারিত ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। 
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি