অন্যায় করলে পুলিশ সদস্যেরও মাফ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ২১:১২, ১৩ জুলাই ২০১৯ | আপডেট: ২২:৪৭, ১৩ জুলাই ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ-ই নয়। পুলিশ সদস্যরাও যদি অন্যায় করে থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় সড়ক ও মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে পুলিশ হয়রানি করলে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের উদ্দেশে বলেন, পুলিশ আপনাদের সহযোগিতার জন্য। যদি কেউ আপনাদের সঙ্গে চাঁদাবাজি করে থাকে। কোনো না কোনো অনিয়ম যদি আপনাদের চোখে পড়ে, লিখিত অভিযোগ জানাবেন। জায়গায় জায়গায় আমরা হাইওয়ে পুলিশের স্টেশন করে দিচ্ছি। সেসব জায়গা বাদেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়। তারা যদি অন্যায় করে থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
দেশের অর্থনীতি গতিশীল রাখতে পরিবহন খাতের গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করে মন্ত্রী বলেন, সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে পরিবহন মালিক ও শ্রমিককে এগিয়ে আসতে হবে।
পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ও চালককে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সবসময় হালনাগাদ রাখতে হবে।
আরকে/
আরও পড়ুন