ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অপহৃত আওয়ামী লীগ নেতা উদ্ধারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৬ মে ২০১৭ | আপডেট: ১৮:৫৯, ২৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

সন্দ্বীপের উরিরচর ইউনিয়নের অপহৃত আওয়ামী লীগ নেতা নুরুন্নবীকে উদ্ধারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন করা হয়। এ’সময় তার পরিবারের সদস্য,  উপজেলা চেয়ারম্যান মাস্টার শাজাহানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আইন শৃংখলা রক্ষা বাহিনীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অপহরণের ১৫ দিন পার হলেও, নুরন্নবীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ১২ মে নোয়াখালীর পদুয়া দরবার শরীফ এলাকা থেকে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি