ঢাকা, রবিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৫

অপহৃত ডা: ইকবাল সাড়ে সাতমাস পর ফিরে এসেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১ জুন ২০১৭ | আপডেট: ১৪:০৪, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকার সাইন্স ল্যাবরেটরী থেকে অপহৃত ডা: ইকবাল সাড়ে সাতমাস পর লক্ষীপুরে পরিবারের কাছে ফিরে এসেছেন।
২০১৬ সালের ১৫অক্টোবর ভোরে রাজধানীর সাইন্স ল্যাবরেটরী এলাকা থেকে ডা: ইকবাল অপহৃত হন। বুধবার গভীর রাতে ঢাকা-রায়পুর সড়কের পাশে কোন এক জায়গায় চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে যাওয়া হয়। পরে একটি অটো ভাড়া করে ইকবাল লক্ষ্মীপুরের বাসায় ফিরে আসেন। সকালে লক্ষীপুর শহরের মাদারল্যান্ড হাসপাতালে তার বাসভবনে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান, ডা: ইকবালের বাবা এ কে এম নুরুল আমিন।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি